নৈহাটি পুরসভার সামনে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী


#কলকাতা: ফের আন্দোলনেই আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামিকাল নৈহাটি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুর ১টায় নৈহাটি পুরসভার সামনে ধরনায় বসবেন। আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতেও যাবেন। সত্যাগ্রহ আন্দোলন শুরু করবেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে আন্দোলন। আগামিকাল ভাটপাড়াতেও যাবেন মমতা।
নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটারে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনও রাজনৈতিক খুন হয়নি৷ বিজেপি দাবি করছে, তাদের ৫৪ জন কর্মী খুন হয়েছেন এ রাজ্যে ৷ সম্পূর্ণ মিথ্যে কথা ৷ শপথগ্রহণ অনুষ্টান একটি অরাজনৈতিক অনুষ্ঠান, তরাজনীতির রং লাগানো হচ্ছে৷ তাই ওই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না৷

Post a Comment

0 Comments